Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবী

নান্দাইলে সাংবাদিকদের মানববন্ধন ওপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১৭, ২০২৩, ০৪:০৬ পিএম


নান্দাইলে সাংবাদিকদের মানববন্ধন ওপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে জামালপুর জেলায় কর্মরত বাংলা নিউজ ২৪ডটকম ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ই জুন) দুপুর ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত খুনের ঘটনার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান সহ সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দরা। 

এছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান মাহমুদ, এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, শামছুজ্জামান বাবুল, আহসান কাদের মাহমুদ, জহিরুল ইসলাম লিটন প্রমুখ।

আরএস

Link copied!