Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সালথায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জুন ১৮, ২০২৩, ১১:০৩ এএম


সালথায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিরাজ মোল্লার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বিকাল ৪টার দিকে তার সমবয়সীদের সাথে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। অন্যান্য শিশুরা বিকাল ৪টার দিকে বাড়ি ফিরলে মরিয়ম বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে।

পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে মরিয়ম এর লাশ তার প্রতিবেশী মোছা. সরলা (১৬) পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

উক্ত সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরিয়ম এর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, আমি ঢাকা আছি। শুনেছি শিশুটি খেলা করতে করতে সবার অজান্তে পানিতে পড়ে গিয়ে মারা যায়। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এইচআর

Link copied!