Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

দাকোপে বজ্রপাতে নিহত ২

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

জুন ১৮, ২০২৩, ০১:৫৪ পিএম


দাকোপে বজ্রপাতে নিহত ২

দাকোপে বজ্রপাতে ২ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, তিলডাংগা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখ এর পুত্র আজিজুল শেখসহ ৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিলো।

রোববার (১৮ জুন) সকাল আনু সাড়ে ৭ টার দিকে বজ্রপাতে আজিজুল শেখ (৬২ ) মৃত্যু বরণ করে। তবে অন্যদের কোন সমস্যা হয়নি।

অপর দিকে  ভুক্তভোগী পরিবার ও  সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির সুত্রে জানাযায়, সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের পুত্র সুজিত মন্ডলসহ ৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জালপেতে অবস্থান করছিলো।

সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে সুজিত মন্ডল (৩৩) মৃত্যুবরন করে। এ ঘটনায় একই এলাকার মৃত মোমিন গাজী পুত্র আনিস গাজী ও ইসমাইল, রিপন বৈদ্য নামে মৎস্যজীবিরা ৩ আহত হয়। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে।

এইচআর
 

Link copied!