Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় ইয়াবাসহ কারবারি আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুন ১৮, ২০২৩, ০২:১২ পিএম


পেকুয়ায় ইয়াবাসহ কারবারি আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যা-মুইন্যা ব্রীজ সংলগ্ন এলাকা ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ তাকে ১হাজার পিস ইয়াবাসহ আটক করে। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক।

আটক ইউনুস (২৩) রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার আলতাজ মিয়ার ছেলে। উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, পুলিশের কাছে খবর আসে নুইন্যা-মুইন্যা ব্রীজ পয়েন্ট ইয়াবার হাতবদল হবে। আটক ইউনুস ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল সেখানে। এসময় পুর্ব থেকে অবস্থান করা পুলিশ তাকে ১হাজার পিস ইয়াবাসহ আটক করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এইচআর

Link copied!