Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫,

হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

জুন ১৮, ২০২৩, ০৫:৫০ পিএম


হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোকলেদা খাতুন মীম ও হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, ডা.সুলতান মাহমুদ, ডা.কামরুন্নাহার আজাদী রিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র এবং পুরো উপজেলায় ৯৬টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১২ মাস বয়সী শিশুকে ১ হাজার ৪২ জনকে এবং ১২ মাস হতে ৫ বছর বয়সী ১০ হাজার ১২জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এইচআর

Link copied!