Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইন্দুরকানীতে সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

জুন ১৯, ২০২৩, ১২:৫০ পিএম


ইন্দুরকানীতে সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক  সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে  ইন্দুরকানী সদর রোডের রুপালী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সিনিয়র সহ সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, নির্বাহী সদস্য আবুল কালাম গাজী, আল আমিন হোসেন, সাংবাদিক ইকরামুল শিকদার, রাকিবুল ইসলাম, মারুফুল ইসলাম, নাছরুল্লাহ আল কাফি প্রমুখ।  এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বক্তারা মানববন্ধনে দাবী করেন, খুনি বাবু চেয়ারম্যান ও তার ছেলে সহ জড়িত সকলকে দ্রæত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

আরএস

 

Link copied!