Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাংবাদিক নাদিম হত্যায় ফুলপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১৯, ২০২৩, ০১:১৮ পিএম


সাংবাদিক নাদিম হত্যায় ফুলপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে (১৮ জুন) রোববার দুপুর ২ টায় ফুলপুর গোল চত্বরে ফুলপুর প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলপুর উপজেলা শাখা ও ফুলপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে বক্তব্য রাখেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ক্বারী সুলতান আহম্মাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আবু রায়হান, আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আকিকুল ইসলাম প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন ফুলপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, সিনিয়র সাংবাদিক এম এ মোতালেব সরকার, সেলিম রানা, আজহারুল ইসলাম, আব্দুর রহমান রনি, জুয়েল রানা, উজ্জ্বল চৌধুরী, বিল্লাল হোসেন, আবুল মনসুর ফকির, রবিউল হক বাবু, আবু নাঈম, কামরুল ইসলাম খান প্রমুখ। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাওলানা লোকমান হোসেন, দ্বীন ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফুলপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। 

আরএস
 

Link copied!