Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুইদিনে ২ শিশুর মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১৯, ২০২৩, ০৫:৩৩ পিএম


লোহাগাড়ায় পুকুরে ডুবে দুইদিনে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুইদিনে ২ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে  সোমবার (১৯ জুন) বেলা সাড়ে দশটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় এক বছর দশ মাস বয়সী আদিবা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আদিবা একই এলাকার প্রবাসী ছগির আহমদের মেয়ে।

আগেরদিন রোববার (১৮ জুন) বিকেলে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা মিয়াজি পাড়ায় আবদুল্লাহ মোহাম্মদ সিয়াম নামে দুই বছর বয়সী অপর এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম একই এলাকার আবদুর রহিম সওদাগরের ছেলে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, পুকুরের পানিতে ডুবে দুইদিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইজনই একইভাবে মারা যান। তারা খেলাচ্ছলে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে মারা যান। পরবর্তীতে দুজনেরই মরদেহ পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। 

আরএস

Link copied!