Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চোলাইমদসহ হাটহাজারীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ১৯, ২০২৩, ০৫:৪৫ পিএম


চোলাইমদসহ হাটহাজারীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে চল্লিশ লিটার চোলাই মদসহ নুর মোহাম্মদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।

সোমবার (১৯ জুন) সকালে উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাল পাহাড় এলাকার আসামির বসতবাড়িতে মডেল থানার এসআই রহমত উল্লাহ‍‍`র নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নুর মোহাম্মদ ফতেপুর ইউনিয়নের মাইজপট্টি এলাকার সুলতান বাপের বাড়ীর মৃত আমিনুল হকের পুত্র। সে বর্তামানে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চবি পুলিশ ফাঁড়ির পিছনে লাল পাহাড় এলাকায় বসবাস করে। অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামী নুর মোহাম্মদের বসতঘর থেকে চল্লিশ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজ জানান, ধৃত আসামী নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরএস

Link copied!