Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

নারায়ণগঞ্জ ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

জুন ২০, ২০২৩, ০৭:৩১ পিএম


নারায়ণগঞ্জ ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। 

উক্ত সম্মেলন আলী আহমদ চুনকা নগর মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১১-২০ ফোরাম নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক জনাব সাউথ নূর এ শফিউল আলমের সঞ্চালনায় এবং  ১১-২০ ফোরাম  নারায়ণগঞ্জ জেলার কমিটির আহ্বায়ক  আবদুল্লাহ মোহাম্মদ হালিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১-২০ গ্রেডের সরকারী চাকরীজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি লুৎফর রহমান। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক আনিসুর রহমান, মহিলা সম্পাদিকা খাদিজা খানম, ঢাকা বিভাগ এর সভাপতি মৌসুমী প্রধান, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশরাফুল,  ঢাকা মহানগরের যুগ্ন আহবায়ক মোঃ রাসেলসহ প্রমুখ। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীগণ। 

দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে আংশিক কমিটি গঠন করা হয় জনাব আব্দুল হালিম ভূঁইয়া কে সভাপতি সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ দেলোয়ার হোসেন,  জনাব মোঃ আব্দুর রব লাবু কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বিভাগের সভাপতি সাধারণ সম্পাদককে সময় দেওয়া হয়।

আরএস

Link copied!