Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী

নীলফামারী

জুন ২০, ২০২৩, ০৮:৩৮ পিএম


নীলফামারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক প্রতিভার বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিন্চুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চার উদ্ভুদ্ধকরন মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত থাকার লক্ষে নীলফামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ২০ জুন) বিকালে নীলফামারী জেলা আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন  করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ,নীলফামারী সদর থানার তদন্ত ওসি মুক্তারুল আলম এবং সার্বিক তত্বাবধানে ছিলন জেলা ক্রীড়া অফিসার মো,আবুল হাসেম উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন নীলফামারী ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ও কাজিরহাট ফাজিল মাদ্রাসা। 

আরএস

Link copied!