Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মহাদেবপুরে মাদ্রাসার সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জুন ২১, ২০২৩, ০৬:৩৩ পিএম


মহাদেবপুরে মাদ্রাসার সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে একটি নতুন মাদ্রাসা তৈরির সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার উত্তগ্রাম ইউনিয়নের মোল্লাকুড়ি আরিফ মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকার মোহাম্মদীয়া জামেয়া শরীফ মাদ্রাসা ও ইয়াতিমখানার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম অভিযোগ করেন যে, মাদ্রাসার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২০ জুন) সকালে প্রতিপক্ষরা মাদ্রাসার সাইনবোর্ড ভাঙচুর করে।

এব্যাপারে উপজেলার ভীমপুর গ্রামের ফারুক হোসেন, ফাইমা বেওয়া ও শাকিব হোসেন ইকুর বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

জানতে চাইলে প্রতিপক্ষ ফারুক হোসেন মোবাইলফোনে জানান, ওই জমি তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, থানার এসআই আসাদুজ্জামান ও এএসআই শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Link copied!