Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজস্থলীতে সেই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০১:০০ পিএম


রাজস্থলীতে সেই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাঙামাটির রাজস্থলীতে হাইকোর্টের নির্দেশ অমান্য করে গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ জুন) বিকাল ৪টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ অভিযান চালিয়ে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া ইটভাটার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন।

এরমধ্যে দুইটি উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলী ও কলেজ পাড়া এলাকায়, অপরটি বাঙ্গালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়ায় এলাকায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ জানান, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটাসমূহের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে।’

এইচআর
 

Link copied!