Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুরুদাসপুরে কৃষকদের সার ও কৃষি উপকরণ বিতরণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০১:১২ পিএম


গুরুদাসপুরে কৃষকদের সার ও কৃষি উপকরণ বিতরণ

নাটোরের গুরুদাসপুর  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে  খরিপ /২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকাললীন পেঁয়াজ ফসলের আবাদ ও উতপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা কৃষি অফিসে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে রোপা আমন ধান আবাদের জন্য ৫৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।

এছাড়ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের জন্য ১০০ জন কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, বালাইনাশক, নাইলন সুতলি, পলিথিন শীট বিতরন করেন। জমি প্রস্তুত, সেচ, শ্রমিক, বাশ আবাদ সম্পুর্ন করার জন্য প্রত্যেক কৃষক বিকাশের মাধ্যমে ২৮শ’ টাকা করে পাবেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আসিফ আবদুল্লাহ বীন কুদ্দুস শুভন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, কৃষি অফিসার হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান ও আওয়ামীলীগ নেতা মিল্টন উদ্দিন প্রমুখ।

এইচআর

Link copied!