Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

থানচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০৫:১২ পিএম


থানচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বান্দরবানের থানচিতে উপজেলা পরিষদ মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর।

অধিদপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম সভায় উপস্থাপন করা হলে সকল বিভাগের কার্যক্রমকে আরো জনমুখী হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

বিছিন্ন ঘটনা ছাড়া এই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের যেকোনো উপজেলা চাইতে শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। কুকিচিং সমস্যা রুমা উপজেলায় থানচিতে কোন সমস্যা নেই বললেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।  

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবুল মনসুর বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করা আহ্বান জানান।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. এমদাদুলসহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, হেডম্যান, এনজিও প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!