Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নড়াইলে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০৬:১২ পিএম


নড়াইলে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মাদক চক্রের দুই সদস্য রমজান মোল্যা ও ফারুক হোসেন গ্রেপ্তারহয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন জিম্মনখালী গ্রামের জাফর আলমের ছেলে এবং অপর মাদক কারবারি রমজান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামের উলফাত মোল্যার ছেলে।

বুধবার (২১ জুন ) রাতে লোহাগড়া থানার কামঠানা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকরে।

এ সময় তাদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, মাদক কারবারি রমজান এলাকার চিহ্নিত একজন মাদক বিক্রেতা। তার নামে লোহাগড়া থানাসহ অন্যান্য থানায় প্রায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে।

তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এইচআর

Link copied!