Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কমলনগরে ভিজিএফ’র জাল টোকেন বিতরণের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০৭:২০ পিএম


কমলনগরে ভিজিএফ’র জাল টোকেন বিতরণের অভিযোগ

কমলনগরে প্রধান মন্ত্রীর ঈদ উপহার (ভিজিএফ) এর চালের জাল টোকেন বিতরণ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে চর লরেন্স ইউনিয়নে ৪হাজার ৫শত জনের ১০ কেজি করে ভিজিএফ এর চাল বরাদ্দ হয়।

বৃহস্পতিবার (২২ জুন)  সকাল ১০ টায় চাল বিতরন আরম্ভ করলে বেলা ১২টার দিকে প্রায় ১শ জাল টুকোন ধরা পড়ে এবং সব কয়টি টোকেন উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের।

অভিযুক্ত সিরাজ মেম্বার মুঠোফোনে বলেন, পরিষদ থেকে ১শ ৯০ টোকেন দিয়েছে। আমি তাই বিতরণ করেছি এর মধ্যে জাল টোকেন বা অন্য কিছু এ বিষয়ে আমি কিছুই জানিনা।

চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার জানান, বেলা ১২টার দিকে সিরাজ মেম্বারের বিতরণকৃত প্রায় ১শ জাল টোকেন ধরা পড়ে। এধরনের আরো টোকেন থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, জাল  টোকেন এর বিষয়টি জানতে পেরেছি। তিনি আরো জানান সচেতনতার সাথে ভিজিএফের বাকি চাল বিতরণ করতে বলা হয়েছে, এবং জাল টোকেন এর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর

Link copied!