Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ৬জন আটক

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০৭:৩৫ পিএম


বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ৬জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৪ টায় বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় আসামী সজল মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে সেলিম মিয়ার পশ্চিম ভিটির বসত ঘর থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মনা মিয়ার ছেলে সজল মিয়া(৩০), একই এলাকার মজনু মিয়ার ছেলে ফটিক চাঁন (২৮), আ: রহমানের ছেলে  সেলিম মিয়া (৩৫), নয়নপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হাসান মিয়া (৪২), সদর উপজেলার উলচাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে  আহাদ মিয়া, (৩০), ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হিয়া মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)। 

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহম্মেদ জানান, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরএস

Link copied!