Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইল পৌরসভার বাজেট ঘোষণা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০৭:৩৭ পিএম


নান্দাইল পৌরসভার বাজেট ঘোষণা

ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৫৬৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে নান্দাইল পৌর সভার কার্যালয়ে পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া এ বাজেট ঘোষণা করেন। 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, প্যানেল মেয়র শফিকুল ইসলাম, বর্তমান ও সাবেক পৌর কাউন্সিলরগণ, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বাজেট ঘোষণাকালে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের সহযোগিতায় ৩য় শ্রেণীর পৌরসভাটি আজ প্রথম শ্রেণিতে উন্নিত হয়েছে। এ বাজেটের মাধ্যমে নান্দাইল পৌরসভার সকাল ওয়ার্ডের উন্নয়ন ও পৌরবাসীর কল্যাণ সাধিত হবে। 

আরএস
 

Link copied!