Amar Sangbad
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪,

আচার মনে করে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ২২, ২০২৩, ০৭:৫২ পিএম


আচার মনে করে তেলাপোকা  মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে বৃহস্পতিবার দুপুরে খেলার ছলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো  উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আচার মনে করে তারা বিষ খেয়ে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই)  নুরুল কবির।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া গ্রামের নিজ বাড়িতে দুই শিশু খেলা করছিলো। খেলার এক ফাঁকে ঘরের খাটের নীচে তেলাপোকার মারার ঔষধের প্যাকেটকে আচারের  প্যাকেট মনে  করে খেয়ে ফেলে তারা।

টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, তেলাপোকার  ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরএস

Link copied!