Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে গাঁজাসহ আটক ১

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জুন ২৩, ২০২৩, ০৫:৩৭ পিএম


পূবাইলে গাঁজাসহ আটক ১

গাজীপুর মহানগরীর পূবাইলে সাড়ে ৩ কেজি গাঁজা বিক্রয়ের নগদ ১হাজার টাকাসহ এক মাদকারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পূবাইল মেট্রোপলিটন থানার ৪১নং ওয়ার্ডের পূবাইল কাজীপাড়া এলাকার এপিএস গোডাউনের সামনে পাকা রাস্তার উপর থেকে মালামাল সহ আরিফুল ইসলাম বাবু (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি  ব্রাহ্মণবাড়িয়া জেলা ও থানার কাজীপাড়া এলাকার মৃত শফিক উদ্দীনের ছেলে। পূবাইল থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় তাকে হাতে-নাতে মাদকসহ আটক করে। এ অভিযান সবসময় অব্যহত থাকবে।

এবিষয়ে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনী ১৯ (ক) অনুযায়ী মামলা হয়েছে। যা পূবাইল থানা মামলা নং ৯, ইতিমধ্যে গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!