Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

জুন ২৩, ২০২৩, ০৮:৩৭ পিএম


রাউজানে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে গহিরা দলই নগর এলাকার আতুরনির ঘাটা নামক রাউজান-ফটিকছড়ি সংযুক্ত অদুদিয়া সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শাহাজান ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ফজু খলিফার বাড়ির প্রয়াত মাহমুদুল হকের ছেলে।  নিহতের ফুফাতো ভাই ওবাইদুল আকবর জানান, পরিবারের একমাত্র সন্তান শাহাজান।

সেই মোটর সাইকেল চালিয়ে ফটিকছড়ির বাড়ি থেকে রাউজানের গহিরা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। 

রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

এইচআর

Link copied!