Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কমলনগরে অত্যাধুনিক মানের ‍‍`নবাব‍‍` রেস্টুরেন্ট উদ্বোধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জুন ২৩, ২০২৩, ০৯:১০ পিএম


কমলনগরে অত্যাধুনিক মানের ‍‍`নবাব‍‍` রেস্টুরেন্ট উদ্বোধন

লক্ষ্মীপুর কমলনগরে আধুনিক মানসম্মত ও মনোরম পরিবেশ নবাব চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।

শুক্রবার(২৩ জুন) সকাল সাড়ে দশটায় হাজিরহাট হামেদীয়া (কামিল) মাদ্রাসার সাবেক পিন্সিপাল মাওলানা জায়েদ হোসাইন ফারুকীর পরিচালনায় মোনাজাত দিয়ে বসুমিয়া মার্কেটের মালিক এ্যাডভোকেট রোম্মানের উপস্থিতিতে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হাজিরহাট বসুমিয়া সুপার মার্কেটে প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ১২০ আসনবিশিষ্ট রেস্টুরেন্টটি অত্যাধুনিক সাজে সজ্জিত। বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম বা ফ্যামিলি পার্টির জন্য রয়েছে হল রুম।

এ রেস্টুরেন্টে সুলভ মূল্যে দেশি খাবারের পাশাপাশি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ফাস্টফুড ও ডিনারের সুব্যবস্থা রয়েছে। খাবারে বিশেষ গুরুত্ব পাবে সব ধরনের কাবাব, দেশি, ইন্ডিয়ান ও চাইনিজ ফুড।

লাইফ লাইন গ্রুপের মালিকানাধীন এই রেস্টুরেন্টে গ্রাহকদের সন্তুষ্টিমুলক সেবার বিশেষ আকর্ষণ রয়েছে।

এই রেস্টুরেন্টের মালিকানা গ্রুপের চেয়ারম্যানও তরুণ  উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, কমলনগরের ভোজনরসিক মানুষের এই রেস্টুরেন্টের মাধ্যমে নতুন কিছু স্বাদ উপহার দিতে চাই। আশা করছি ভোক্তারা একবার এসে যাচাই করলে ভালো রিভিউ পাবো।

এইচআর

Link copied!