Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ২

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

জুন ২৩, ২০২৩, ০৯:২৪ পিএম


দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ আটক ২

খুলনা দিঘলিয়া উপজেলাধীন সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজীপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজীপাড়া এলাকার মাসুম গাজীর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র এয়ারগান ও গুলি উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।  

সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকারের নির্দেশে সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই হাসান আলীর নেতৃত্বে ওই বাড়িতে শুক্রবার (২৩ জুন) সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের একটি চৌকস টিমসহ যৌথ অভিযান চালিয়ে ওই মাসুম গাজীর বাড়ি থেকে দেশীয় ৪টি চাপাতি, ৩টি ছোরা, ১টি এয়ারগান, ১৪ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। এসময়ে সিরাজ গাজীর পুত্র রবিউল হাসান সবুজ ( ২৮) ও সালাম হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদারকে (২৪) আটক করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার বলেন, দিঘলিয়া থানায় দায়িত্বভার গ্রহণের পর থেকে আমি আমার সবটুকু দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।

এইচআর

 

Link copied!