Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কমলনগরে ভিজিএফ‍‍`র চাল বিতরণ

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

জুন ২৪, ২০২৩, ০৪:৫৮ পিএম


কমলনগরে ভিজিএফ‍‍`র চাল বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচি আওতায় উপজেলার হাজিরহাট ইউনিয়নে দুস্থ অসহায় পরিবারেকে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কর্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাড়ে ৬ হাজার অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি নিজাম উদ্দিন ।

এসময় চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রীর লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নৌকা নিয়ে আসবেন আপনারা সবাই আবার ও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং কমলনগরবাসির উন্নয়নে অংশ নিবেন।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আওয়াল, উপজেলা গ্রামপুলিশের সভাপতি ইসমাইল হোসেন, ৪নং মেম্বার জাকির হোসেন রাজন প্রমুখ।

এইচআর

Link copied!