Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুন ২৪, ২০২৩, ০৮:০৯ পিএম


মাদারীপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মাদারীপুর আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে এতে অংশ নেয় যুব লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগসহ জেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার নেতা কর্মী।

এসময় আনন্দ র‍্যালিটির সম্মুখভাগে বাংলাদেশের ও আওয়ামী লীগের দলীয় পতাকা হাতে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিমের অনুসারী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে। 

আনন্দ র‍্যালিটি শহরের ইটেরপোল এলাকা থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরএস

Link copied!