Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারী জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ

জুন ২৫, ২০২৩, ০৩:১২ পিএম


নীলফামারী জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জুন) নীলফামারী জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলামের সঞ্চলানয় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-জলঢাকা সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর (পিপিএম সেবা), নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান পাটাশ, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আল আমিনসহ ছয় থানার অফিসার ইনচার্জ গন উপস্থিত ছিলেন। 

আরএস
 

Link copied!