Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বন্ধের ২০ দিন পরে ফের চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ২৫, ২০২৩, ০৮:০৮ পিএম


বন্ধের ২০ দিন পরে ফের চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র আবার চালু হয়েছে। রোববার বিকেল ৪টা থেকে ফের চালু হয়েছে উৎপাদন। আর সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট থেকে তা জাতীয় গ্রেডে যুক্ত হয়েছে। বিষয়টি তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত তিনটায় ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে পৌছায় এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। এ কয়লা দিয়েই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ হাজার টন কয়লাবাহী জাহাজ অ্যাথেনা গত বৃহস্পতিবার রাতে পায়রা সমুদ্র বন্দরে নোঙ্গর করে। পরের দিন শুক্রবার বিকেল ৩টা থেকে লাইটার জাহাজের মাধ্যমে অ্যাথেনা মাদার ভেসেল থেকে কয়লা আনা হয় তাপবিদ্যুৎকেন্দ্রের মূল জেটিতে। যা দিয়েই রোববার বিকেল ৪ টা থেকে উৎপাদন শুরু হয়েছে। আর সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট থেকে তা জাতীয় গ্রেডে যুক্ত হয়েছে।

উল্লেখ্য গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশের বৃহত্তম পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্ধোধনের ৩ বছরের মাথায় কয়লা সংকটের কারণে বন্ধ হলে গোটা দেশে আলোচনা সমালোচনার পাশাপাশি লোডশেডিংয়েও প্রভাব পড়ে। বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশে লোড শেডিং অনেকটা কমে যাবে। এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম.ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

আরএস

Link copied!