Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উপ-নির্বাচনে কমলনগরে ৩ জনের মনোনয়ন দাখিল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জুন ২৬, ২০২৩, ০৫:৫১ পিএম


উপ-নির্বাচনে কমলনগরে ৩ জনের মনোনয়ন দাখিল

লক্ষ্মীপুর জেলা পরিষদের ৫নং ওয়ার্ড (কমলনগর) উপনির্বাচনে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম গ্রহণ করে শেষ দিনে ৩ জনই জমা দিয়েছে।

সোমবার (২৬ জুন) শেষ দিন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেয়, সাবেক জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম রিপু‍‍`র সহধর্মিণী তানিয়া বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য মো. গিয়াস উদ্দিন, সাবেক কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর নবী চৌধুরী।

এর আগে ৫নং ওয়ার্ড (কমলনগর) থেকে জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম রিপু ১৯ এপ্রিল মারা যায়। গত ১৭ অক্টোবর ১ ভোটের ব্যবধানের ৪৬ ভোট পেয়ে উক্ত পদে জয় লাভ করেন রিপু।

জানা যায়, ২৭ জুন মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের শেষ দিন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২ জুলাই, প্রতীক বরাদ্দ হবে ৩ জুলাই, ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ৫নং ওয়ার্ড (কমলনগর) উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১৮ জন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উক্ত উপ-নির্বাচনে রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন আমার সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।

এইচআর

Link copied!