Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরে মৎস্যজীবীদের মাঝে ইনস্যুলেটেড ক্যারেট বক্সসহ ভ্যান বিতরণ

শরীয়তপুর (সদর) প্রতিনিধি

শরীয়তপুর (সদর) প্রতিনিধি

জুন ২৬, ২০২৩, ০৮:২৪ পিএম


শরীয়তপুরে মৎস্যজীবীদের মাঝে ইনস্যুলেটেড ক্যারেট বক্সসহ ভ্যান বিতরণ

শরীয়তপুরে মৎস্যজীবীদের মাঝে ইনস্যুলেটেড ক্যারেট বক্সসহ ভ্যান বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় দেশীও প্রজাতি মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মাঝে ইনস্যুলেটেড ক্যারেট বক্সসহ ভ্যান বিতরণ করা হয়। 

সোমবার (২৬ জুন) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা চত্বরে মৎস্যজীবীদের মাঝে ৫ জন করে  ২টি গ্রুপের ১০ জন মৎস্যজীবীদের কে ২টি  ইনস্যুলেটেড ক্যারেট বক্সসহ ভ্যান বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার। এসময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অলি হালদার ও গোপালগঞ্জ মৎস্যচাষী সমিতির শরীয়তপুর সদর উপজেলার সভাপতি মোঃ মিজানুর রহমান। 

মৎস্যজীবী মোঃ হানিফ বলেন, আমাদের মতো প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে যেই মাছ পরিবহনের জন্য ভ্যান দেওয়ায় এতে করে আমাদের মাছ পরিবহনের অনেক সমস্যা সমাধান হবে।

আরএস
 

Link copied!