Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

লোহাগাড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম)

জুন ২৬, ২০২৩, ০৯:০৪ পিএম


লোহাগাড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট

আর কয়েকদিন বাদেই মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে ঘিরে এখন সর্বত্রই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এদিকে চট্টগ্রামের লোহাগাড়ায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রত্যেকটি পশুর হাট ক্রেতা-বিক্রেতাদের প্রচুর সমাগম ঘটেছে।

সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার চুনতি ডাকবাংলো অস্থায়ী কোরবানি পশুর হাটে গিয়ে দেখা যায়, এ হাটে পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরু নিয়ে বসেছেন বিক্রেতারা। শেষ মুহূর্ত হওয়ায় গত হাটের তুলনায় প্রচুর গরু বেচাকেনা হয়েছে। গরুর পাশাপাশি মহিষ-ছাগলও বেচাকেনা হয়েছে। এদিকে উপজেলার প্রত্যেকটি পশুর হাট দেশীয় গরুর দখলে রয়েছে। পাশ্ববর্তী দেশগুলো থেকে গরু না আসাতে দেশীয় গরু ভালো দামে বিক্রি হচ্ছে। দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট ক্রেতারা।

চুনতি ডাকবাংলো অস্থায়ী কোরবানি পশুর হাটের ইজারাদার আব্দুর রশীদ বলেন, এ হাটে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। একইসাথে শেষ মুহূর্ত হওয়ায় গত হাটের তুলনায় প্রচুর পশু বেচাকেনা হয়েছে।

লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেকুজ্জামান বলেন, অন্যসব বছরের তুলনায় এবারও চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণে পশু উৎপাদন হয়েছে। এবার এ উপজেলায় কোরবানি পশুর চাহিদা ৩২ হাজার, অপরদিকে উৎপাদন হয়েছে ৪৮ হাজার পশু। অবশিষ্ট পশুগুলো অন্য এলাকার চাহিদা মিটাবে। 

আরএস

Link copied!