Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২৭, ২০২৩, ১১:১৯ এএম


দীর্ঘ ৮ কিলোমিটার যানজটে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে এই যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার সেতুর ওপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজট তৈরি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুবার গাড়িতে সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এ কারণে ভোর রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও সাড়ে ৫টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এতে যানজট শুরু হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ি টানা শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

এইচআর

Link copied!