Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, আটক-২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জুন ২৭, ২০২৩, ০৩:০৯ পিএম


কালিয়াকৈরে অপহৃত শিশুর লাশ উদ্ধার, আটক-২

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভারস্থ কালামপুর থেকে সোমবার সকালে মুছা (৪) বছরের শিশু অপহরণ হয়। রাত ৮ টা ৩০ মিনিটেন দিকে কালামপুর গজারী বন থেকে শিশুর লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

এলাকাবাসী ও পরিবার, পুলিশ সূত্রে জানা যায় শিশুটি সকালে বাড়ীর পাশে খেলা করছিল কিছুখন পর তার চাচা শিশুটিকে দেখতে না পেয়ে শিশুর বাবা মাকে খবর দেন, খবর পেয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে না পেয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করে।

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার শামীম হোসেনের ছেলে মুছা (৪)।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে  অভিযোগে মহর(৩৮)ও জালাল(৪০)নামের দুজনকে আটক করেছে থানা পুলিশ।

কালিয়াকৈর থানার (ওসি)আকবর আলী খান বলেন,লাশটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।শিশুটিকে কেন বা কী কারণে হত্যা করা হয়েছে, সেটি এখনো জানাযায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

এইচআর
 

Link copied!