Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চলন্ত অবস্থায় আলাদা হয়ে গেল সুবর্ণ এক্সপ্রেস ট্রেন

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

জুন ২৭, ২০২৩, ০৩:৩৯ পিএম


চলন্ত অবস্থায় আলাদা হয়ে গেল সুবর্ণ এক্সপ্রেস ট্রেন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দু‍‍`ভাগে ভাগ হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন অতিক্রম  হওয়ার পর এ ঘটনা ঘটে। মেরামত শেষে বেলা পৌণে বারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দ্যশে ছেড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

আখাউড়া,রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ত্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় আলাদা হয়ে যায়। পিছনের দিকের ওই দু‍‍`টি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙ্গে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দু‍‍`টি সংযোগ করলে ট্রেনটি ঢাকা উদ্দ্যেশে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ জানান, ট্রেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেংগে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগে যায়।

Link copied!