Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে দৌলতপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ২, ২০২৩, ০৫:১৩ পিএম


মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে দৌলতপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে গত তিন বছর বুয়েট, মেডিকেলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৩৭০ মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এলাকার মানুষের পাশে থাকা ১৫টি সেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাহশাহ’র উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আ কা ম সরওয়ার জাহান বাহশাহ্। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেনর ড. সেলিম তোহা, বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ হিল আজিজ, বাউল শিল্পী ওস্তাদ শফি মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দীন রিমন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবীর, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইলিয়াস হোসেন প্রমুখ।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শাইখ আল জাহান শুভ্র বলেন, ‘ভালো জায়গায় পৌঁছানোর পর অনেকেই হয়তো তাদের সংবর্ধনা দেবেন। তবে আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করতে চাই। শিক্ষার্থীরা যাতে মেধা বিকাশের মাধ্যমে যোগ্য হয়ে গড়ে উঠতে পারে সেজন্য তাদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন।’

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি, সেচ্ছাসেবী সংগঠন ও আমত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এইচআর
 

Link copied!