Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রামগড়ে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় নিহত ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ৩, ২০২৩, ০৭:৪১ পিএম


রামগড়ে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় নিহত ১

খাগড়াছড়ি জেলার রামগড়-বারৈয়ারহাট সড়কে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (৩ জুলাই ) বিকাল সাড়ে ৩টার দিকে রামগড় সদরের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহিদুল ইসলাম রামগড় উপজেলার  সোনাইপুল এলাকার মৃত: মীর হোসেন এর ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মো. জাহিদুল ইসলাম ভগ্নিপতির মোটরসাইকেল (ফেনী-হ-১১-৬০৮৬) যোগে রামগড় বাজার থেকে সোনাইপুল যাচ্ছিলেন।

রামগড়-বারইয়ারহাট সড়কের ২০ ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌছলে সড়কের মাঝে গর্তে পড়ে মো. জাহিদুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।  এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বাহী ট্রাক (চট্টমেট্রো-অ-১১-০৯৬৩) চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।

পরে লাশ উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এইচআর

Link copied!