Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাংবাদিক নাদিম হত্যা

চেয়ারম্যান বাবুর সহযোগী নয়ন গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুলাই ৪, ২০২৩, ০২:৫০ পিএম


চেয়ারম্যান বাবুর সহযোগী নয়ন গ্রেপ্তার

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি বাবু চেয়ারম্যানের সহযোগী নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা এলাকার সানোয়ার হোসেনের ছেলে নয়ন (২৫)।

পুলিশ সূত্র থেকে জানা যায়, নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে নয়ন প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এরপর নয়ন পালিয়ে যান। সম্প্রতি পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে আসেন তিনি। মঙ্গলবার সকালে গোপন খবরের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত নয়ন এজাহারভুক্ত আসামি নন। কিন্তু এজাহারভুক্ত আসামিরা নয়নকে নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলেছিল। এখনও জিজ্ঞেসবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে নয়নকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়। নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।

আরএস

Link copied!