Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ঝালকাঠিতে প্রেমিকাকে গলা কেটে হত্যা: যুবকের মৃতদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুলাই ৪, ২০২৩, ০৩:৫৫ পিএম


ঝালকাঠিতে প্রেমিকাকে গলা কেটে হত্যা: যুবকের মৃতদণ্ড

ঝালকাঠিতে প্রেমিকা কলেজ ছাত্রী মুক্তাকে গলাকেটে হত্যা মামলায় একমাত্র আসামী সোহাগ মীর (২৫)কে মৃতদন্ড দিয়েছে আদালত। সেই সাথে আরো ১০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। 

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী। এসময় আসামী সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরার পুত্র। হত্যান্ডের শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ এলাকার জাহাঙ্গির হালাদারের মেয়ে ও ঝালকাঠি সরকারী মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারী কৌশলী আব্দুল মান্নান রসুল ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মনজুর হোসেন।

জানাগেছে, সোহাগের সাথে মুক্তার প্রেমের সম্পর্কে মুৃঠোফোনে কথা হতো। ২০১৯সালের ৪ফেব্রুয়ারী সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগের সাথে দেখা হলে ব্যবহৃত এন্ড্রয়েট ফোনটি নিয়ে যায় সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোবাইলটি ফেরত নেয়ার কথা বলে। মুক্তা বাড়িতে গেলে ঘরের মুঠোফোনে কল দিয়ে মোবাইল দেয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাচা রাস্তার উপরে বটগাছের নীচে পুর্বপরিকল্পিতভাবে সাথে থাকা চাকু দিয়ে গলায় ছুরিকাঘাত করে। পরে মুক্তা গলা চেপে ধরে চিৎকার করে বাড়িতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এঘটনায় মুক্তার পিতা জাহাঙ্গির হাওলাদার বাদী হয়ে পরের দিন ৫ফেব্রুয়ারী নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ওই বছরের ৩১ অক্টোবর আদালতে সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমাদেন। আদালত ২০২১ সালের ২২ সেপ্টম্বরে চার্জ গঠন করে ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ আদেশ দেন।

আরএস

Link copied!