Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ফেনীতে চাচাতো ভাইকে হত্যার ১৯ বছর পর গ্রেপ্তার সিরাজুল

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ৪, ২০২৩, ০৬:৪১ পিএম


ফেনীতে চাচাতো ভাইকে হত্যার ১৯ বছর পর গ্রেপ্তার সিরাজুল

ফেনীতে আপন চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জেঠাতো ভাই মো. সিরাজুল ইসলামকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৪ জুলাই) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব জানায়, নিহত  মো. শহিদুল্লাহ জেলার সোনাগাজী এলাকার বাসিন্দা। নিহতের সাথে তার আপন চাচার সাথে পৈত্রিক সম্পত্তির ভাগ-বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এই বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৮ মে নিহত ভিকটিম শহিদুল্লাহ এবং তার আপন দুই ভাইয়ের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে চাচা এবং চাচাতো ভাইয়েরা।

ঘটনার পর স্থানীয় লোকজন ভিকটিম এবং তার অপর দুই ভাইকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভিকটিম মো. শহিদুল্লাহ। 

এই ঘটনায় নিহত ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে  সোনাগাজী মডেল  থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর থেকে আসামি মো. সিরাজুল ইসলাম আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। 

এরইমধ্যে আসামি মো. সিরাজুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় আদালত ২০১২ সালে এ মামলায় আসামি মো. সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

আরএস

Link copied!