Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পূর্বধলায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

জুলাই ৪, ২০২৩, ০৮:৫৫ পিএম


পূর্বধলায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত

নেত্রকোনার পূর্বধলায় পানিতে ডুবে ছনিয়া খাতুন (৭) ও রাজু আহমেদ (৪) নামের দুই ভাই-বোন এবং সজিব (২) নামের অপর এক শিশু মারাগেছে। অপর দিকে সড়ক দুর্ঘটনায় ইকরামূল হক (৪০) ও অজ্ঞাতনামা (৩২) নামের এক নারী নিহত
হয়েছেন। আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকালে উপজেলার পৃথক তিনটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ছনিয়া খাতুন ও রাজু আহমেদ উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর পলাশতলা গ্রামের আবু তাহেরের সন্তান এবং সজিব উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের রিপন মিয়ার ছেলে। 

অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ইকরামূল হক ময়মনসিংহের তারাকান্দা থানার বাহেলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পানিতে ডুবে নিহত শিশুদের পারিবারিক ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার (৪ জুলাই) বিকালে সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশে পুকুরে ও গর্তের পানিতে ডুবে ওই শিশুরা মারাযায়।

অপরদিকে মঙ্গলবার বিকাল আড়াইটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে উপজেলার জালশুকা-কুমোদগঞ্জ নামক স্থানে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাসকে যাত্রীবাহী একটি সিএনজি অভারটেক করতে গিয়ে ঘটনাস্থলেই ইকরামূল হক নামের এক ব্যক্তি নিহত হন। এ সময় সিএনজি চালকসহ চার যাত্রী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকৎসক অজ্ঞাতনামা এক নরীকে মৃত ঘোেষণা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. রফিকুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএস

Link copied!