Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অর্থদণ্ড

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

জুলাই ৫, ২০২৩, ০৪:৫৬ পিএম


ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অর্থদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বুধবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ফয়জুল্লাহ পুরে পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু রফিকুল ইসলাম ও আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে ২ জনকে ১ লাখ টাকা জরিমানা করেন ।

এসময় লালপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।

এইচআর

Link copied!