Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

মাধবপুর প্রতিনিধি

জুলাই ৬, ২০২৩, ০৪:১৮ পিএম


মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুরে পুকুরে নেমে গোসল করার সময় শাপলা ফুল আনতে গিয়ে ঝিলিক (১১) নামের এক শিশুর পানিতে ডুবে মারা যান।

বৃহস্পতিবার দুপুর দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঝিলিক জয়পুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। ঝিলিক চৌমুহনী হাইস্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায, নিহত ঝিলিক এর পরিবার কমলানগর গ্রামে তার নানা আবদুল খালেক মিয়ার বাড়িতেই থাকে। ঝিলিক তার মা বাবাকে ছাড়াই  জয়পুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়।

সোমবার দুপুরে ঝিলিক ও তার চাচাতো বোন নাসিমা সুলতানা (১৩) সহ অপর এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে শাপলা ফুল দেখে ফুল আনতে ঝিলিক ও নাসিমা সুলতানা চেষ্টা করলে দুজনই পানিতে ডুবে যায়।

পরে অপর শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাদের পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঝিলিককে মৃত ঘোষণা করে। নাসিমা সুলতানাকে মূমুর্ষু অবস্থায় ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এইচআর

Link copied!