Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় অসহায় পরিবারের কবরসহ জমি দখলের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৩, ০৭:০৬ পিএম


ভালুকায় অসহায় পরিবারের কবরসহ জমি দখলের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় এক অসহায় পরিবারের কবরসহ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন অসহায় পরিবারের শুক্কুরী বেগম (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ এলাকার শুক্কুরী বেগমের স্বামী মৃত তাহের আলীর কবরসহ ৮৩২ দাগের ৩.৫০ শতাংশ জমি জোর করে দখল করে ঘর নির্মাণ করেছে একই এলাকার মৃত শহর আলীর ৪ ছেলে শাহীদ মিয়া (৪০), জাহাঙ্গীর আলম (৪৫), হামিদ (৪৭), আনোয়ার (৩০) ও জাহাঙ্গীরের ছেলে সাব্বির (২৩), হামিদের ছেলে তানভীর (২৬) ও আবুল কালাম (৬০)।

ভুক্তভোগী শুক্করী বেগম জানান, তার খরিদকৃত ৮৩২ দাগের ৩.৫০ শতাংশ জমি উল্লেখিত ব্যক্তিরা জোর করে দখল করে ঘর নির্মাণ করে রেখেছে। তিনি আরও বলেন তার কোন ছেলে সন্তান না থাকায় স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হচ্ছেন।

এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জোর পূর্বক জমি দখলের ঘটনাটি অস্বীকার করে বলেন,  তারা তাদের কাগজ পত্রের ভিত্তিতে জমিতে ঘর নির্মাণ করেছে। আর মৃত তাহের আলীর কবর সরকারি রাস্তার নিচে পড়ে গেছে বলেও তিনি জানান। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অসহায় পরিবারের কবরসহ জমি দখলের ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরএস

 

Link copied!