Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাউজানে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু

লোকমান আনছারী,রাউজান প্রতিনিধি

লোকমান আনছারী,রাউজান প্রতিনিধি

জুলাই ৬, ২০২৩, ০৮:১৩ পিএম


রাউজানে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে একই পরিবারের দুই জন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে । নিহত মো. আক্কাস উদ্দিন (৬০) ও কাজী মমতাজ উদ্দিন (৬২) সম্পর্কে আপন ভাই। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার চুয়েট গেইটের অল্প পূর্বে কাতালপীর শাহ মাজার এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুই ভাই  কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির কাজী নাদের হোসেনের পুত্র । জানা যায়, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বরিশাল ন ১১-০৬০১ নামের পিকআপ সাথে সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠান। স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আক্কাস উদ্দিনকে মৃত ঘোষণা করেন।বিকেল ৫ টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই কাজী মমতাজের মৃত্যু হয়। জানা যায়, পাশাপাশি গ্রামের আত্মীয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে ক্লাবে দাওয়াত খেতে যাওয়ার সময়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সততা নিশ্চিত করেন।

আরএস

Link copied!