Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীর প্রথম নারী ডিসি শাহীনা আক্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ৭, ২০২৩, ০৩:২৭ পিএম


ফেনীর প্রথম নারী ডিসি শাহীনা আক্তার

ফেনীতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত উপ-সচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর ডিসি করা হয়েছে। তিনি ফেনীর প্রথম নারী ডিসি হিসেবে যোগ দেবেন।

শুরুতে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০১৮ সালের ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন ২৭তম বিসিএস (প্রশাসন) এর কর্মকর্তা শাহীনা আক্তার।

তিনি এর আগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। শাহীনা আক্তার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিন্দা। অন্যদিকে ফেনীর বিদায়ী ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসান স্থানীয় সরকার বিভাগে উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে বদলি হচ্ছেন।

তিনি ২০২১ সালের জুনে ফেনীতে ডিসি পদে যোগ দিয়েছিলেন। ২৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মজীবন শুরু করেন। এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ছিলেন তিনি।

এইচআর

Link copied!