Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর পাটক্ষেতে লাশ উদ্ধার!

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

জুলাই ৮, ২০২৩, ০৬:১৪ পিএম


বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর পাটক্ষেতে লাশ উদ্ধার!

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।

নিহত আব্দুল বাসেদ শিবগঞ্জ পৌরসভার রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবিশ হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে খামার পাড়া গ্রামের পাটক্ষেতে লাশ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের ভাতিজা শামীম হোসেন বলেন, গত মঙ্গলবার সকালে কর্মস্থলে যান বাসেদ। দুপুরের দিকে ফোন দিয়ে জানান, তিনি বাসায় দুপুরের খাবার খেতে আসছেন। 

তবে আর বাসায় ফেরেননি। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে।
 

এইচআর

Link copied!