Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

জুলাই ৯, ২০২৩, ০৫:২৬ পিএম


মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপজেলাবাসী সরকারি হাসপাতালে স্বল্প ফি’তে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। 
রোববার (৯ জুলাই) সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ষোঘণা করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রমুখ এমপির সঙ্গে ছিলেন।

ডা: খুরশিদুল ইসলাম জানান, সোমবার বিকেল থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। সপ্তাহে তিন দিন মেডিকের অফিসার ও তিন দিন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিবেন।

এজন্য মেডিকেল অফিসারদের ২০০ টাকা ও কন্সালল্টেন্টদের ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সেবাপ্রার্থীরা নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন।

এইচআর

Link copied!