Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

রাজীবপুরে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন, ৮ কোটি টাকার ক্ষতি!

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৯, ২০২৩, ০৫:৩৪ পিএম


রাজীবপুরে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন, ৮ কোটি টাকার ক্ষতি!

কুড়িগ্রামের রাজীবপুরে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন লেগে প্রায় ৮ কোটি টাকার ক্ষতিহয়েছে।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলারপ্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে সরেজমিনে সৌর বিদ্যুৎ প্রকল্পে গিয়ে জানাযায়, সকাল ৮টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সোলারপ্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।

মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারী, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়েছাই হয়ে যায়। এছাড়া অন্যন্য জিনিসপত্রও পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। 
কানেশিয়া সোলারপ্যানেল সৌর বিদ্যুৎপ্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, সকালে ব্যাটারীর অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ ঘটে। এতে মালমাল পুড়ে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, এ বিদ্যুৎপ্রকল্প থেকে কোদালকাটিচরের ৩০০ পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রাজীবপুর ফায়ারসার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাটি জেনেছি। চারদিকে নদী থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আসছে।
 

Link copied!