Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাতিয়ায় নিখোঁজের ২দিন পর দুই শিশুর লাশ উদ্ধার

হাতিয়া প্রতিনিধি

হাতিয়া প্রতিনিধি

জুলাই ৯, ২০২৩, ০৫:৪৯ পিএম


হাতিয়ায় নিখোঁজের ২দিন পর দুই শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া  ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর জমির পানিতে ভাসমান দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

রোববার (৯ জুলাই ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাদিয়া  ইউনিয়নের মাইচরা ৩ নম্বর ওয়ার্ড হেকিম মার্কেট এলাকায় জমিতে থাকা পানিতে ভাসমান দুই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা শিশুরা হলো সোনাদিয়া  ইউনিয়নের  মাইচরা ৩ নং ওয়ার্ডের  নূরনবী ফকিরের ছেলে অন্তর (৬) এবং একই বাড়ির আহজার উদ্দিনের ছেলে রাসেল (৫) তারা দুইজন সম্পর্কে  মামাতো ফুফাতো ভাই।

স্থানীয়রা এলাকাবাসী জানান, গত শুক্রবার থেকে ছেলে দুইটি নিখোঁজ ছিল। এ ব্যাপারে স্থানীয়ভাবে মাইকিং করে হারানো সংবাদ প্রচার করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সন্ধান করা হয়েছিল পরিবার থেকে।

সোনাদিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান জানান, এই দুই শিশুর মৃত্যুর সংবাদ অত্যন্ত দুঃখজনক, আমি ঘটনাস্থলে গিয়েছি, নিহতের পরিবারের লোকজনদেরকে শান্তনা দেওয়ার চেষ্টা করছি।

এ ব্যাপারে হাতিয়া থানার  তদন্ত অফিসার কাঞ্চন কান্তি দাস জানান, আমি ঘটনাস্থলে আছি। আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করবো।

এইচআর

Link copied!