Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দীঘিনালা থানায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ৯, ২০২৩, ০৯:২১ পিএম


দীঘিনালা থানায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে   দীঘিনালা থানা কম্পাউন্ডসহ উপজেলার সর্বত্র পরিবেশের ভারসাম্য রক্ষার্থে খাগড়াছড়ির দীঘিনালা থানায় বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ জুলাই) বিকেলে থানার আঙ্গিনায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী।

এ সময় দীঘিনালা থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ শরীফ সহ থানার  সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বক্তব্যে বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশে এবং জেলা পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে দীঘিনালা থানার আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ সহ শতাধিক চারা রোপণের মধ্যে দিয়ে সবুজায়নের এ কর্মসূচি পালন করা হয়েছে।পরিকল্পিতভাবে বৃক্ষ রোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও থানা এলাকার আশপাশের সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতেও উৎসাহ প্রদান করেন তিনি।

আরএস
 

Link copied!